বৃহত্তর চট্টগ্রামের বিদ্যুৎ ঘাটতি ও বাড়তি চাহিদা মেটাতে নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এটিসহ মোট ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় অনুমোদন পাওয়া ৮টি প্রকল্পের মোট ব্যয় ৭ হাজার ৮৮২ কোটি টাকা। এর মধ্যে ৪ হাজার ৮১৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট ৩ হাজার ৬৮ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে জোগান দেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলো হলো: ২ হাজার ২২ কোটি টাকা ব্যয়ে শিকলবাহা ২২৫ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণ, ১ হাজার ৫৭৯ কোটি টাকা ব্যয়ে ভারত-বাংলাদেশ গ্রিড লাইন নির্মাণ (সংশোধন), ৫৭২ কোটি টাকা ব্যয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ, ১০২ কোটি টাকা ব্যয়ে পূর্বাঞ্চলীয় সমন্বিত সেচ এলাকা উন্নয়ন প্রকল্প, ৭৮ কোটি টাকা ব্যয়ে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের বৈদ্যুতিক লাইন নির্মাণ প্রকল্প, ১১৬ কোটি টাকা ব্যয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প এবং ৩১৯০ কোটি টাকায় সংশোধন করা হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প।
একনেকে ৮ প্রকল্প অনুমোদন
- AuthorPosted byeditor
- Published
- Updatedমার্চ ১৫, ২০১৫৮:৩১ অপরাহ্ণ
- Share this postClose sharing box
- একনেকে ৮ প্রকল্প অনুমোদন
