নিজস্ব প্রতিবেদক : বিখ্যাত সাইন্স ফিকশন চলচ্চিত্র ‘স্টার ওয়ারস: এ নিউ হোপ’ এবং ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’- এ লিউক স্কাইওয়াকারের আলোর তলোয়ার ‘লাইটসেবার’ এবার নিলামে বিক্রি হলো। নিলামে তলোয়ারটির দাম উঠেছে সর্বোচ্চ ৪৫ লাখ মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের অরলান্ডোভিত্তিক প্রতিষ্ঠান রিপলে কিনে নিয়েছে লাইটসেবারকে। তলোয়ারটি এতোদিন ছবির প্রযোজক গ্যারি কুর্টজের মালিকানায় ছিল।
জানা গেছে, তলোয়ারটি নিজেদের সংগ্রহে রাখার জন্য অতিরিক্ত মূল্য দিতেও কার্পণ্য করেনি রিপলে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির আর্কাইভ অ্যান্ড এক্সিবিটসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড মেয়ার জানান, অনেক দিন ধরেই ‘স্টার ওয়ারস’ সিরিজের লাইটসেবার সংগ্রহের চেষ্টা করে আসছিলেন তারা। অবশেষে নিলামে জিতে তলোয়ারটি সংগ্রহ করতে পেরেছে রিপলে।
তবে লাইটসেবারটি এখন কোথায় ও কিভাবে প্রদর্শন করা হবে সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু জানায়নি রিপলে। সুপার হিরো ‘স্কাই ওয়াকার’ চরিত্রে বিখ্যাত মার্কিন অভিনেতা মার্ক হ্যামিল এই তলোয়ারটি ব্যবহার করেন।